রাজশাহী বাের্ড-২০২০

Avatar


১. -1

ক.পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

খ. “স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি।" - ব্যাখ্যা করাে।

গ. 15 তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো।

ঘ. গাড়িটির গতিবেগের বেগ-সময় লেথ অংকন করে বিশ্লেষণ কর।


২. 1 mg ভরের 1 ফোটা পানি 20 m উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 m-1 বেগে ভূমিতে পতিত হয়। [g = 9.8 ms-2).

ক. ভার্নিয়ার ধুবক কাকে বলে?

খ. পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে উঠা কষ্টকর- কেন বুঝিয়ে লেখ ?

গ. পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়ােজনীয় সময় নির্ণয় করাে।

ঘ. গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে, পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি।


৩. 1 cm ব্যাসার্ধের একটি ধাতব গােলকের তাপমাত্রা 50°c বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993cm3 এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 2.5874 cm2 হলো।

ক. গলনাংক কাকে বলে?

খ. ভেজা গায়ে পাখার বাতাস ঠাণ্ডা লাগে কেন- বুঝিয়ে লিখ।

গ. গােলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করে।

ঘ. উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়ল প্রসারণ সহণ ও ক্ষেত্র প্রসারণ সহশ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করাে।


৪. Avatar উপরের চিত্র 'A', 'B' এবং 'R' যথাক্রমে শব্দ উৎস, ব্যক্তির অবস্থান ও প্রতিফলক। A থেকে উৎপন্ন শব্দ 'R' এ বাধা পেয়ে পুনরায় 'A' এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ডে সময় লাগে। [0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 ms-1]

ক. শব্দের তীক্ষ্ণতা কাকে বলে?

খ. বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতমা হয় কেন? ব্যাখ্যা করাে।

গ. উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করাে।

ঘ. 'A' থেকে উৎপন্ন শব্দের জন্য 'B' অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা- গাণিতিক যুক্তি দাও।


৫. উপরে চিরে প্রদর্শিত দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 m. A, PF এর মধ্যবিন্দু এবং প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন “-2”

ক. আলাের প্রতিসরণ কাকে বলে?

খ. স্পর্শ না করে লেন্স চেনার উপায় বর্ণনা কর।

গ. বিম্বের অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করাে।

ঘ. উদ্দীপক অনুযায়ী প্রতিবিম্ব গঠনের সচিত্র বর্ণনা দাও।


৬.

ক. ধারক কী?

খ. প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণত্মক আধানে আহিত হয়, বুঝিয়ে লেখ ।

গ. উদ্দীপকের আধানয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করা।

ঘ. অধানদ্বয়ের সংযােগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? গাণিতিকৰে বিশ্লেষণ কর।


৭. Avatar

ক. তুল্য রোধ কাকে বলে?

খ. তামার আপেক্ষিক রোধ 1.68 x 10-8 Ωm বলতে কী বােঝায়? ব্যাখ্যা কর ।

গ. বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।

ঘ. যদি বৈদ্যুতিক বাতির ২য় প্রান্ত ‘a’ বিন্দুর পরিবর্তে ‘b’ বিন্দুর সাথে যুক্ত করা হয়, তাহলে কী বাতির উজ্বলতা বৃদ্ধি পাৰে? তােমার মতামতের সাপেক্ষে গাণিতিক যথার্থতা যাচাই করাে।


৮.

ক. তেজস্ক্রিয়তা কী?

খ. আলট্রাসনোগ্রাফির দুইটি গুরুত্ব লিখ।

গ. উদ্দীপকে উৎপন্ন রশির কম্পাংক নির্ণয় করাে।

ঘ. উদ্দীপকে রশি উৎপাদন কৌশল বিশ্লেষণ করে।

أحدث أقدم