দিনাজপুর বাের্ড-২০২০
১.
500 gm ভরের একটি বস্তু A-কে 196 m উচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলাে। একই সময়ে 200 gm ভরের অপর একটি বস্তু B-কে 30 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলাে।
ক. সরণ কাকে বলে? ,
খ. গতিশক্তি কখনােই ঋণাত্মক হতে পারে না- ব্যাখ্যা করাে।
গ. ভূমি থেকে উচ্চতায় A বস্তুর গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে?
ঘ. 'B' বস্তুর ক্ষেত্রে “নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 sce পর মােট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে”- গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করাে।
২.
ক. আবর্ত ঘর্ষণ কাকে বলে?
খ. স্থির অবস্থান থেকে কোনাে বস্তু নিচের দিকে পড়তে থাকলে বেগের পরিবর্তন হয় কেন?
গ. ২নং চিত্র অনুযায়ী গাড়িটির 20 sceএ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করাে।
ঘ. ১নং চিত্র অনুযায়ী M বস্তুটির উপর P বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করাে।
৩.
20°C তাপমাত্রায় একটি ইস্পাত খণ্ডের ক্ষেত্রফল 200 cm2 । ইহাকে 120°C তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 200.668 cm2 হয় ।
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন?
গ. ইপাত্রে পতিটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় করাে।
ঘ. উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা 40°C তাপমাত্রার পানিতে ফেলে দিলে কী কী ঘটবে? ক্যালরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করে।
৪.
একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছােট পিস্টনের ব্যাসের অনুপাত 5:1। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 N বল অনুভূত হয়।
ক. প্লবতা কাকে বলে?
খ. ধারালাে আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন?
গ. ছােট পিস্টনে প্রয়ােগকৃত বলের পরিমাণ নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে- বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ করাে।
৫.
ক. ওহমের সূত্রটি বিবৃত করাে।
খ. তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বেড়ে যায় কেন?
গ. R2 রােধের তড়িৎ ক্ষমতা নির্ণয় করে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রােধগুলিকে বাসাবাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত বর্তনীর নকশা প্রণয়ন করে উক্ত বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করাে।
৬.
ক. প্রতিসরণাক কাকে বলে?
খ. এক টুকরা কাচের চেয়ে একটু হীরা বেশি উজ্জ্বল দেখায় কেন?
গ. (b) মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকের মাধ্যম দুটি পরস্পর বিনিময় করা হলে এবং AO রশ্মি একই অভিমুখে আপতিত হলে কী ঘটবে? চিত্র এঁকে বিশ্লেষণ কর।
৭.
ক. তড়িৎ ক্ষেত্র কাকে বলে?
খ. পেট্রোলবাহী ট্রাৱে সাথে ধাতব শিকল ঝোলানাে থাকে কেন? ব্যাখ্যা করাে।
গ. চার্জ দুটির সংযােজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করাে।
ঘ. চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব? চিত্রসহ ব্যাখ্যা করাে।
৮.
মির্জা সাহেব অফিসে যাওয়ার পথে হঠাৎ পিছলে পড়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেলেন। পথচারীরা দুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে একটি পরীক্ষা করাতে বললেন যাতে একটি বিশেষ রশ্মি ব্যবহৃত হয়। রিপাের্ট দেখে ডাক্তার বললেন তার পায়ের হাড়ে চিড় ধরেছে।
ক. তেজস্ক্রিয়তা কাকে বলে?
খ. এনজিওগ্রাফি করার সময় কেন ডাই ব্যবহার রা হয়?
গ. উদ্দীপকের রশ্মিটির উৎপাদন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকের রশ্মিটি কীভাবে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? বিশদ ব্যাখ্যা দাও।