বরিশাল বাের্ড-২০২০
১.
ক. মাত্রা কাকে বলে?
খ. বন্দুকধারী গুলি ছুড়লে পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন?
গ. ১ম 4 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করাে ।
ঘ. উদ্দীপকের তথ্যের আলােকে বেশ - সময় লেখচিত্র অংকন করে গাড়িটির গতিপ্রকৃতি বিশ্লেষণ করাে।
২.
ক. স্থিতি ঘর্ষণ কাকে বলে?
খ. বায়ু অপেক্ষা পানিতে কোনাে বস্তুকে উপরে উঠানাে সহজ হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এর ক্ষেত্রে F, এর মান নির্ণয় করাে।
ঘ. দৃশ্যকল্প-২ এর গােলকটিকে উদ্দীপকের তরলে ছেড়ে দিলে কী ঘটবে গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।
৩.
50 cm দৈর্ঘ্যের লােহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ 12 x 10 / -6 K / -1। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা 80°C বাড়ালে ঘনত্ব 7777.6 kgm হয়। লােহার ঘনত্ব 7800 kgm / -3।
ক. ঘনীভবন কাকে বলে?
খ. প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন?
গ. উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করাে।
ঘ. শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।
৪.
600 W এর একটি মােটর দ্বারা 10 s এ প্রতিটি 0.5 kg ভরের 30টি ইট 40 m উপরে তুলতে পারে। অপর একটি 500 W এর মােটর দ্বারা 12 kg ভরের বস্তুকে 30 m উপরে তুলতে 8 s সময় লাগে।
ক. ভরবেগ কাকে বলে?
খ. গতিশক্তি কখনও ঋণাত্মক হতে পারে না-ব্যাখ্যা করাে।
গ. প্রথম মােটরের শক্তির অপচয় কত?
ঘ. উভয় মােটরের কর্মদক্ষতা তুলনামূলক বিশ্লেষণ করাে।
৫.
এক ব্যক্তি 28°C তাপমাত্রায় একটি উঁচু দেয়াল থেকে 17 m দূরে দাঁড়িয়ে আছে। সে উচ্চস্বরে শব্দ করেই দেয়ালের বিপরীত দিকে 20 sms সমবেগে দৌড়ে 1m দূরে পৌছল।
ক. শব্দের তীক্ষ্মতা কাকে বলে?
খ. চন্দ্রপৃষ্ঠে শব্দ শুনতে পাওয়া যায় না কেন?
গ. উদ্দীপকের তাপমাত্রাটি ফারেনহাইট কেলে নির্ণয় কর।
ঘ. ব্যক্তিটি সর্বনিা সময়ে প্রতিধ্বনি শুনতে তাপমাত্রার কী পরিবর্তন হতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ ।
৬.
এখানে, OP = 25cm, PF = 60 cm এবং লক্ষবস্তুর দৈর্ঘ্য OA =5cm
ক. বিবর্ধন কাকে বলে?
খ. সেলুনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
গ. বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করাে ।
ঘ. রশি চিত্র এঁকে বিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান বিশ্লেষণ করাে।
৭.
ক. তড়িৎ বলরেখা কাকে বলে?
খ. উঁচু বিল্ডিংয়ের ছাদে একাধিক সুচালাে মুখযুক্ত শলাকা লাগানো হয় কেন? ব্যাখ্যা করে।
গ. A ও B আহিত বস্তু দুটির মধ্যকার বল কত?
ঘ. A ও B আহিত বস্তু দুটির সংযােগ রেখার উপরস্থ কোনাে বিন্দুতে +5C একটি আহিত বস্তু রাখা হলে এটি কোনাে বল অনুভব করে না, গাণিতিক ব্যাখ্যা দাও।
৮.
ক. তড়িৎ বিভব কাকে বলে?
খ. প্রসূতিবিজ্ঞানে আন্ট্রাসনােগ্রাফির প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করো।
গ. বর্তনীর প্রবাহ 2A হলে উৎসের বিভব কত হবে?
ঘ. উদ্দীপকের বর্তনীকে বাসাবাড়ির উপযােগী করে সাজাও এবং তা বিদ্যুৎ এর নিরাপদ ব্যবহারে সহায়ক - বিশ্লেষণ করাে।