ঢাকা বাের্ড-২০২০

Avatar


১. একজন শরবত বিক্রেতা গরমের সময় 15°C তাপমাত্রার শরবত তৈরির জন্য 35°C তাপমাত্রার.20 kg পানিতে ০°C তাপমাত্রার কিছু পরিমাণ বরফ মিশায়। [ বিরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3,36,000 Jkg-1, পানির আপেক্ষিক তাপ 4200 kg-1K].

ক. দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে?

খ. একটি মাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাম্পায়িত হবে?

গ. পানি ও শরবতে শব্দের বেগের অনুপাত নির্ণয় করাে।

ঘ. উক্ত মিশ্রণের তাপমাত্রায় লােকটি শরবত তৈরিতে 6 kg বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলবে কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।


২. মিনার দাদীর চোখের লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে চশমা ব্যবহার শুরু করলেন। চশমার কাচের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.56।

ক. দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?

খ. সিনেমার পর্দা সাদা থাকে কেন? ব্যাখ্যা করো।

গ. চশমার উপাদানের ক্রান্তিকোণ নির্ণয় করাে।

ঘ. মিনার দাদীর চোখের সমস্যার কারণ, ফলাফল এবং প্রতিকার রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করাে।


৩. একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 cm, 12 cm এবং 6 cm। ইটটির ভর 2.25 kg। পানির ঘনত্ব 1000 kgm. [g= 9.8 ms]

ক. হুকের সূত্রটি লিখ।

খ. প্রচণ্ড রােদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন?

গ. ইটটি ভূ-পৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়ােগ করবে তা নির্ণয় করাে।

ঘ. ইটটির সাথে সমআয়তনের এবং 400 kgm- ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুবে যাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।


৪. Avatar বেণ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য OAB এবং দ্বিতীয় গাড়ির জন্য CD রেখা পাওয়া গেল।

ক. পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

খ. ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়ােগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন?

গ. প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করাে।

ঘ. 30 s-এ কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।


৫. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে 'A' ও 'B' এর দুটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। ‘A’ যন্তটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে এবং 'B' যন্ত্রটি তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করতে পারে।

ক. সলিনয়েড কাকে বলে?

খ. দূর-দূরান্তে তড়িৎ প্রেরণে স্টেপ-আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন?

গ. উদ্দীপকের ‘A’ ডিভাইসটির কার্যক্রম বর্ণনা করাে।

ঘ. রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে ডিভাইস দুটির অবদান আলােচনা করাে।


৬. দৃশ্য-১: একটি যন্ত্রের সাহায্যে 500 kg পানি 5 মিনিটে 50 m উচ্চতায় উঠানাে হলাে। যন্ত্রটির কর্মদক্ষতা 45%। দৃশ্য-২: 4 kg ভরের একটি বস্তুকে 40 ms' বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলাে। [g = 9.8 ms]

ক. সুষম ত্বরণ কাকে বলে?

খ. বায়ােমাসকে নবায়নযােগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করাে।

গ. দৃশ্য-২ থেকে কত উচ্চতায় বস্তুটির বিভবশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে?

ঘ. দৃশ্য-১ থেকে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।


৭. Avatar

ক. ও'মের সূত্রটি লিখ।

খ. জেনারেটরকে মােটরের বিপরীত যন্ত্র বলা হয় নে?

গ. বর্তনীটির হারানাে ভােল্টেজ নির্ণয় করাে।

ঘ. R1, R2,ও R3, রােধক তিনটির রােধের মান একই হলেও ক্ষমতা একই হবে কি-না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করাে।


৮. স্থির অবস্থায় থাকা 5 kg ভরের একটি বস্তুর উপর 5 N বল 4 s ধরে কাজ করছে। তার 4s পরে 10 N বল আবার 4s ধরে কাজ করছে।

ক. তরঙ্গ কাকে বলে?

খ. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলাে লিখ।

গ. বস্তুটির প্রথম 8s-এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করাে।

ঘ. উদ্দীপকের তথ্যের আলােকে বে-সময় লেখচিত্র এঁকে বস্তুটির শতি বিশ্লেষণ করো।

Previous Post Next Post